কোভিড ১৯

জুনান নাশিত

কোভিড ১৯

১.
কোভিড ১৯
খুনি তুমি
গিলে খাও ফুসফুস!

পুঁজিবাদ বনাম সমাজেতন্তৠরের উস্কে ওঠা বিরোধের রাস্তা ধরে
সভ্যতার শ্বাসনালী বেয়ে খামচে ধরো নিঃশ্বাসেঠঅগণিত চৌকাঠ,

কোভিড ১৯
নিথর দেহের পাশে তোমার নীলাভ হিংস্রতা
যেন লকলকে এক অগ্ন্যুৎপঠ¾à¦¤à§‡à¦° কাল
লটকে আছে ক্রুজ ক্ষেপনাস্ঠ¤à§à¦°à§‡à¦° সূঁচালো ব্যগ্রতায়
ঘোরতর দুঃসময়ের উত্তপ্ততাৠদ্রুতগামী তুমি
কেড়ে নাও জলতরঙ্গে নেচে চলা ফড়িঙ বাতাস।

তুমি হাত থেকে সরিয়ে দিয়েছো হাত
চোখ থেকে চোখ
সান্নিধ্যৠর উষ্ণতায় বাজিয়েছো জিঘাংসার বীণ
টইটই করে ছুটে চলা মানুষের অন্তহীন পথে
ছুঁড়ে দিয়েছো বিষবাষ্পেঠতীর;
দুলে ওঠা সুতোর শরীরেও ছড়িয়ে দিয়েছো ড্রোন হামলার ত্রাস

উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম
বৈশাখি ঝড়ের তান্ডবে কান্নাকাতঠ° হায় অবরুদ্ধ প্রতিটি দিন!

২.
কোভিড ১৯
শোন তবে
আজ যে শিশু কেঁপে কেঁপে ওঠে
ভূমিষ্ঠ হবে সেও একদিন ভিন্নতর এক জীবনের ঘোরে
সবুজ পাতার ফাঁকে নরম আলোর রেখা ধরে
যে à¦§à§‚à¦²à¦¿à¦•à¦£à¦¾à¦—à§à ²à§‹ উড়ে উড়ে গান গায়
নিঃশব্দ নিবিড়ে
তার শব্দের স্রোতে ভেসে ভেসে
সেই শিশু জুড়াবে ক্ষতমুখ
কুড়াবে নেচে নেচে শরৎ আয়ুর পাশে পড়ে থাকা
à¦—à§€à¦¤à¦¬à¦¿à¦¤à¦¾à¦¨à§‡à ° নন্দিত উৎসসুখ।